এডিস মশক নিধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ইতিমধ্যে,
- ২০০ টি সুয়িং ফগ মেশিন
- ২৩৮ টি পাল্স ফগ মেশিন
- ১৫০ টি হার্টসন হস্তচালিত মেশিন
- ৩৪০ টি প্লাস্টিকের হস্তচালিত মেশিন
- ২ টি ভেহিকেল মাউটেন্ট ফগার মেশিন
- ১০ টি বিশেষায়িত মোটর সাইকেলে ফগার ও হস্তচালিত মেশিন সংযোজন
- ২০ টি মিস্ট ব্লোয়ার বা পাওয়ার স্প্রে মেশিন ক্রয় করা হয়েছে।
- কীটনাশকের গুনগত মান ও কার্যকারিতা নির্ণয়ের জন্য ডিএনসিসি’র কারিগরি কমিটির পরামর্শক্রমে এডিস মশা ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণে অধিক কার্যকরী কীটনাশক (ম্যালাথিয়ন) প্রবর্তন।
- ডেঙ্গু নিয়ন্ত্রণে ৫৪ টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৩০ (ত্রিশ) জন শ্রমিক নিয়োগকরতঃ চিরুনী অভিযান পরিচালনা করা হয়েছে (২ মেয়াদে মোট ২৬ দিন)।
- অকার্যকর কীটনাশক সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি প্রত্তাহার সহ, পতঙ্গবিজ্ঞানীদের পরামর্শ মতে অত্যাধুনিক ও কার্যকারী কীটনাশক বাইরে থেকে আনার বাবস্থা করা হচ্ছে।
- কিউলেক্স মশার প্রজননস্থল (Hot spots) চিহ্নিত করে প্রতিটি ওয়ার্ডে ১০ জন করে মশক কর্মী নিয়োগ করা হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে আরও অতিরিক্ত জনবল নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- বিভিন্ন সংস্থা, ব্যক্তি মালিকানাধীন প্রায় ১০০০ বিঘা জলাশয়/ডোবা/পুকুর এর জলজ আগাছা ও কচুরীপানা পরিস্কার করা হয়েছে এবং এ কার্যক্রম চলামান রয়েছে।
- স্থায়ী মশক নিধন কর্মীর কার্যক্রম তদারকির (ট্রেকিং) জন্য ২৮৫ জন মশক নিধন কর্মীকে মোবাইল সিম প্রদান করা হয়েছে।
- ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ৫৫০০০০(পাঁচ লক্ষ) টি লিফলেট এবং ১৫০০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার) স্টিকার বিতরণের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং এ কার্যক্রম চলামান রয়েছে।
- এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণ করার জন্য ইতোমধ্যে ৮০০০(আট হাজার) লিটার লার্ভিসাইড, ৭০০০০০ (সাত লক্ষ) লিটার এডাল্টিসাইড এবং ৩০০০০০ (তিন লক্ষ) লিটার ম্যালেরিয়া ওয়েল’বি প্রয়োগ করা হয়েছে।
- ১০টি হুইলব্যারো মেশিনের সাহায্যে ডোবা/ জলাশয়/ নালায় লার্ভিসাইড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
- এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণে বছরব্যাপী কর্মপরিকল্পনা প্রনয়নপূর্বক স্থানীয় সরকার বিভাগে প্রেরণসহ অঞ্চল পর্যায়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।
- কিউলেক্স মশার প্রজননস্থল (Hot spots) চিহ্নিত করার জন্য ০২ জন কনসালটেন্ট ও ১০ জন শিক্ষানবিশ কীটতত্ত¡বিদ কর্তৃক ওয়ার্ড ভিত্তিক ১৫ দিনব্যাপী সার্ভে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
- মশক নিধন কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে আউট সোসিং এর মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ১০ জন করে মশক কর্মী নিয়োগ করা হয়েছে।
- গত ৩০/১০/২০১৯ তারিখ মাননীয় মেয়র মহোদয়ের সভাপতিত্বে কিউলেক্স মশার বংশবৃদ্ধি সম্পর্কে করণীয় এবং এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণে বছরব্যাপী কর্মপরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
- মশক কর্মীদের অনলাইন ট্রাকিং এর আওতায় আনা হয়েছে।